রুই মাছের ঝোল আর কাতলা মাছের ঝাল
মাছের মাথা দিয়ে হবে সোনা মুগের ডাল।
কুমরো বড়ি দিয়ে হবে লাউ পালং এর ঘ‍্যাট
কচি পাঁঠার মাংস হবে যেন না বারে ফ‍্যাট।


পাঁচরকমের ভাজা যদি না হয় প্রথম পাতে
নবান্নটা কেমন করে জমবে সবার মতে।
টম‍্যাটোর চাটনি হবে আদা কুঁচি তাতে
পায়েসটা জমবে ভালো নলেন গুড়ের সাথে।


সকাল হতেই তিনটি বউ ব‍্যাস্ত তোর জোরে
রাঁধুনী মা এসেছেন আজ সেই কখন ভোড়ে।
কর্তাবাবু বারং বার ছুটছে জেলের বাড়ি
কোঁটা কুটিতে দেরি হবে রান্না হবে না তারাতারি।


মুনীষগুলোর আজকে ছুটি নেইকো কোন কাজ
নবান্নের ভোজ হবে বাবুর বাড়ি আজ।
গোবরগোলা দিতে হবে আজকে খামারটাতে
মরাই বাধা ধান আছে লাগে না যেন তাতে।


বাবু মোদকের দোকান হতে গুড়ের রসগোল্লা আন
মুনিষগুলো খাবে আজ বড় কষ্টে কেটেছে ধান।
বছরে তো একটা দিন এমন উৎসব হয়
পেট পুরে না খেলে কেমনে নবান্নের মান রয়।