প্রকৃতির রস নিংরে সবাই আমরা বসতি করি
কজনেই বা প্রকৃতির কথা একটু চিন্তা করি।
প্রকৃতি মায়ের সন্তান তো সব জীবেরা হয়
আমি থাকব তারা থাকবে না এটাতো উচিৎ নয়।


বৃক্ষরাজি গুল্মলতা নদ নদী আছে যত
সকলেরই প্রয়োজন তারা ব্রাত‍্য নয়কো অত।
আমরা যদি নির্বিচারে গাছগুলো কেটে ফেলি
ওদের জায়গায় ইট পাথরের বাড়িগুলো সব তুলি।


শীতল বাতাস পাইব কোথায় ব‍্যার্থ চিন্তা করি
দুষিত বাতাস ছড়িয়ে সদাই ছুটছে কত গাড়ি।
একটা প্রয়োজন হলেও আছে পাঁচটা কার
পরিবেশ চুলোয় যাক কে ধারছে ধার।


ভালো মন্দ কতকিছু খাই প্রকৃতি মাই তো দেন
কত জীব সব উপবাসে থাকে তাদের দিইনা ধ‍্যান।
বুদ্ধি চেতনা বিধি তো শুধুই আমাদের দিয়েছেন
চেতন পাইয়াও অবচেতন কেন বা হইতেছেন।


অমৃত সম মিষ্টি জলের গর্ভে আছে আধার
যথেচ্ছ খনন করিয়া তাকে করছি যে ছারখার।
এখন থাকতে আমরা যদি না একটু সচেতন হই
দুদিন বাদেই আসছে সময় সবাই মরবই মরবই।