আমরা যত সম্প্রদায়ে ভাগ হয়ে যাই
সবাইকে কি তেমন করে নিজের মধ্যে  পাই।
হরেক ভাগ বুদ্ধ,খ্রীষ্ট,হিন্দু আর জৈন‍্য
সকলেই ভিন্ন মোরা,মোদের লাগে নাকি দৈন‍্য।


শাক্ত,বৈষ্ণব,গাণপত‍্য,শৈব‍্য আর সৌরী
এসব দেখে লজ্জা পান সদাশিব আর গৌরী।
এত ভাগ হতে মোদের কেবা যুক্তি দিল
সকলেই তো এরা এক,তবে কে ভিন্ন করিল


গুরুদোয়ারায় যেতে মোদের কেমন কেমন হয়
মন্দিরেতে আসতে ওদের সদা লাগে সংশ্রয়।
বৈষ্ণব মোদের ঘৃণা করে সব কথার ছলে
মোদের মায়ের বলি হয় যে মোরা শাক্ত বলে।


একে অপরকে ঘৃণা না করে যদি এক হয়ে যায়
আসলেতে তো মোরা সবাই এক মনুষ‍্য সম্প্রদায়।
সৃষ্টিকর্তা সৃষ্টি যখন মোদের করে ছিল
এত ভাগে ভাগ হতে সেকি বলেছিল।


তখন আমরা এক হব যখন সকলে বিপদে পড়ি
বিদেশিদের আক্রমণে সকলে হব গড়াগড়ি।
সকলে তখন লড়ব একসাথে হয়ে মোরা
চুলোয় যাক সম্প্রদায় ভাইকে ভাই নয় ছাড়া।