বুকের লাগোয়া স্বজন, যাকে দিলাম স্বেচ্ছায়
আমার তিলে তিলে গড়া পৃথিবীর রাজত্ব,
---- নক্ষত্রের মতো অযুত আলোকবর্ষী দূরের হয়ে যেতে পারে সে।    
জীবনের স্বপ্ন-প্রজাপতির ডানায় ছড়াতে পারে কৃষ্ণতা,
শীতের পত্রহীন বৃক্ষের মায়া ছেড়ে যোজন যোজন
দূরে যাওয়া পরিযায়ী পাখির মতো, ঘোর অবেলায়
নিরুদ্দেশী হয়ে যেতে পারে সুখের উষ্ণতার সন্ধানে।
হতে পারে তারা, কন্যা জায়া পতি পুত্র
বা হৃদয়ের অলিন্দে যার স্মৃতি অনুরতি হয় বারংবার
---- রূপালী চাঁদের মতো প্রিয়, তারা কেউ আপন নয়।


যারা,
নিরবধি নষ্টপ্রহরের গহীন কালোরাতে,
জীবনকে ছিন্নভিন্ন করা বৈরী ঝঞ্ঝাবায়ে,
বিপন্ন কালোবেলায়, বিরহে, সংকটে ---- কাছে থাকে,
জীবন জীবনের জন্য বোধে তাড়িত
--- তারাই আত্মার নৈকট্যের আত্মীয়, পরম জ্ঞাতি ।
হতে পারে তারা রবি ঠাকুরের "পুরাতন ভৃত্য " সকলের চোর ভাবা, কেষ্ট,
কোন অনাত্মীয় প্রতিবেশী, দূরের অখ্যাত নগণ্য মানুষ,
কোন বিধর্মী জন বা একটি পোষা কুকুর।