অবিরত বৃষ্টিধারায় স্রোতস্বিনী নদী
ভেঙে যায় ছলাৎছলাৎ বেদনাবিধুর শব্দে,
বৈপরীত্যের বতায়নে ভেঙে যায়  
গড়ে তোলা ফসলের দিগন্ত জোড়া মাঠ,
ফুলে ফুলে সাজানো সুরভিত তীর,
দুই অলিন্দে গড়ে তোলা স্বপ্নিল বসতি।


স্বপ্ন বিভোর মানুষ সুখের জন্য, প্রেমের জন্য
পোহায় কণ্টকাকীর্ণ অপার বিবর্ণ বেলা,
আনন্দ বেদনার প্রজাপতি ওড়ে অবিরাম,  
ম্রিয়মান শিশিরের মতো ঝরে যায়
মানুষের অনাবিল ইচ্ছেরা নীরবে নিভৃতে,  
প্রচন্ড স্রোতের অতলে হারিয়ে যায় ভালোবাসা
পথহীন অনন্ত গহীন কালো কুচকুচে অন্ধকারে,  
মনের বিস্তীর্ণ বেলাভূমে সাফেন জমে ক্রমাগত,
ভাঙ্গন ধরে স্বপ্নের সৌকর্যময় প্রাসাদ জুড়ে,
হারিয়ে যায় চেনারা, অচেনা অচিন দেশে,
থাকে শুধু অগোছালো স্মৃতির ফসিল  
আমৃত্য,  জীবনের এপাশ ওপাশ।