দুই ভাই চলে সাথে, অপার সোহাগ,
আনিল শীতের পিঠা, আকারে বিশাল,
সমান সমান হলো পিঠার বিভাগ,
লোলুপ বানর দেখে, গাছে ধরে ডাল।


বলিল দুষ্ট বানর, কমিল ছোটর,
বড়'র বিশাল ভাগ, কৃপণ আপন।
খাইল কিঞ্চিৎ রেখে, বিভাগে বড়'র,
বড় বলে ক্ষুব্ধ স্বরে, ভুল বিভাজন!


খাইয়া ছোটর ভাগ, আনিল সমানে।
বানরকে গুরু মানে, নিজ দুই ভ্রাতা,
করিল সম্পর্ক ছেদ, তিক্ত অভিমানে,
ভাইয়ের শক্তি নাশ, দুষ্ট যদি ত্রাতা।


একতা হারালে জন, নির্বোধ বিবাদে,
ধন, মান, স্বাধীনতা হারায় বিষাদে।