৬+৬+৬+২
সাগর ছড়ায় পৃথিবীতে মেঘ, ফসলের বান ডাকে,
সূর্য ঝরায় তাপের মহিমা জীবন জিইয়ে রাখে।
উদার নীলিমা চাঁদের আলোয় জাগায় আবেগ মোহ,
বাতাস জাগায় প্রণোদনা প্রাণে চঞ্চল করে দেহ।
সবুজ বনানী সুশীতল ধাম, দানে ফুল-ফল ছায়া,
ধরণী মোদের স্নেহ মমতায় ছড়ায় মায়ের মায়া।
মানুষের মন ছুটে বহু দূর, ছাড়িয়া সীমানা দেশ,
প্রীতিডোরে বাঁধে অচিন অজানা ঘুচাতে মনের ক্লেশ।


কুটিল কতেক অসুরের দল খেলে স্বার্থের খেলা,
ক্ষমতার জোরে লুফে ধন মান, দেখিয়ে ধ্বংস লীলা।
বিভাজিত করে মানুষে মানুষে  ফতোয়া বিধান রটে,
দ্বেষ  জিঘৎসা রক্তের বান, ছড়ায় পৃথিবী তটে।
ধর্ম শাসন প্রচার শিখন, সবই তাদের কলে
স্বাধীন কথন লেখা চিন্তন, বন্দী সকলি ছলে।
নারী শিশু বুড়া নিরীহ জনতা বোমায় গুলিতে মরে,  
বাসভূম ছেড়ে অসহায় জন তাবুতে শিবিরে ঘুরে।
বিশ্ববিবেক পদতলে দিয়ে প্রভার বাড়ার আশে,  
প্রিয় নেতা বদে পুতুল শাসক, বসায় স্বাধীন দেশে।
দুনিয়া কাঁপানো অস্ত্র কেনায়ে, জুড়ে দেশে দেশে রণ,
ধ্বংসযজ্ঞ করে মেরামত, মূল্যে নেবে সে ধন।
বাণিজ্য তার অশান্ত রাখা, যুদ্ধ যুদ্ধ খেলে
খণ্ডিত ধরা ঐক্য বিহীন, দ্বন্দ্বে লিপ্ত ছলে।
দরিদ্র দেশে দীন শিশু মরে, খাদ্য মজুদ তরে,
মানবাধিকার, শান্তির বাণী তারাই প্রচার করে।
ধর্মে, জাতিতে বিরোধ বিবাদ যতদিন রবে ভবে,
ভণ্ড ভ্রষ্ট অসুর শাসিবে বিশ্বচরাচর তবে।