ছুটছি ছুটছি ছুটছি ভনভন
ফিরবো কিনা বিশ্বাস নেই,
কাজ করছি করছি হরদম
ফল মিলবে বিশ্বাস নেই,
পরীক্ষা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি
চাকুরি হবে বিশ্বাস নেই,
প্রেম করছি করছি করছি
মিলন হবে বিশ্বাস নেই,
মোহিত অমৃত ভালোবাসা
ঘৃণা হয় পাছে বিশ্বাস নেই,
বন্ধু বনছে, খলখল হাসছি
বেঈমানী হবেনা বিশ্বাস নেই,
ফর্দ করছি বাজারে যাচ্ছি
টাকা কুলাবে বিশ্বাস নেই,
চাকুরী করছি খাটছি খাটছি
সংসার চলবে বিশ্বাস নেই,
মেঘ উঠছে দেয়া ডাকছে
বৃষ্টি ঝরবে বিশ্বাস নেই,
ভোটে সখা বনে জননেতা
বিপদে দেখবো বিশ্বাস নেই,
শৈশব কৈশোরে মিলে ভাইভাই
বিভীষণ হবে পরে বিশ্বাস নেই,
নামাবলী গায়ে ধর্ম ঝরে বোলে
সাধু ভণ্ড কিনা বিশ্বাস নেই,
সুশ্রাব্য বচনে মুগ্ধ হয়ে যাই
শয়তান কি-না বিশ্বাস নেই,
অনিন্দ্য আশায় গড়ে সংসার
ভেঙে যায় কি-না বিশ্বাস নেই,
দাতা সেজে দান দিচ্ছে অবিরাম
কালোটাকা কিনা বিশ্বাস নেই,
বিশ্বাসীতে সয়লাব তাবৎ পৃথিবী
উপাস্যে বিশ্বাসীরও বিশ্বাস নেই।