বৃষ্টি পড়ে শৈত্য বহে ফুটপাতে থাকে,
অল্পে তৃপ্ত তুষ্ট হয়ে ঈশ্বরকে ডাকে।
নদী ভেঙে নিলো ভিটে, গ্রাম গেল ভেসে,
কাজ নেই চাষ নেই নগরীতে আসে।
চেনা নাই জানা নাই আসমান তলে
মায়া দয়া নেই যেন পুরবাসী দলে।
নিঠুরতা দিকে দিকে রাশভারি মুখে,
খাদ্যভোজ্য অপচয়, গরীবেরা দুঃখে।
ছোট-বড় ভেদাভেদে নিত্য দ্বন্দ্ব চলে,
অবিশ্বাস ছলাকলা ইমারত তলে।
আত্মচিন্তা অহংবোধ লুকোচুরি সনে,
অমনুষ্য চিন্তাধারা বিরাজিত মনে।
যুদ্ধদিনে দীন-গৃহে হলো যার ঠাঁই,
মুক্ত দেশে ভুলে গেল, নিজ কেহ নাই।