পৃথিবীর বর্ণিল বিচ্ছুরণ আমায় তাড়িত করে,
আমি ছুঁতে চাই অনন্ত নীলিমার সৌকর্য,
আমি চাই পাখিরা আমার প্রসারিত বাহুতে হৃদয়ের কথা বলুক আকুলতায়,  
চাঁদের হলুদ যৌবন আমার বুকের ভেতর
লুকোচুরি খেলুক চঞ্চল শিশুর মতোন, ছলাৎছলাৎ সবুজ ছুটুক শাখায় শাখায়,  
আসুক পৃথিবীর অনন্য আনন্দ আয়োজন বুকের ভেতর,  
মনের জানালার ফাঁক গলে
অন্ধ বিদিশায় ঝরুক আলোর প্রস্রবণ।


তুমি বারংবার আমার নন্দিত অভিলাষ
কাটাকুটি করে  রুদ্ধ করো শৃঙ্খলিত আয়তে,
তোমার শোভিত জীবনের জন্য, দর্পের জন্য  
আমৃত্যু ঘুরপাক খাই তোমার সৃজিত দুষ্টচক্রে,
আমার বসন্তরা লীন হয় রূঢ় খরতাপে,
আমার ইচ্ছেরা পালক ঝরায় অকাল প্রহরে,
শেষ বিকেলে নির্বাসিত আলোর মতো
স্বপ্নরা আমার ছুটে যায় অন্ধকার কুহকে,
ফুরায় ব্যর্থ জীবনের স্পন্দন নিভৃতে নির্জনে।
ঈশ্বর অবিচল পাথর হয়ে সহে যায়
অনিয়মের নিয়ন নিয়ম খেলা,
লোনা অশ্রুপাতের উত্তাপ জাগায়না
পঙ্গু মানবতায় প্রাণের চাঞ্চল্য    
---- আমি আজন্ম একই বৃত্তে বন্দী বনসাই।