পুরাতন জনপদে দীন ব্রাহ্মণের
সততা, নির্লোভ শ্রমে পরিবার চলে,
যুদ্ধ শেষে বহে দেশে মনন্তর ঢের,
অন্ন লাভে ভিক্ষা করে, কিছু পাবে বলে।


দেবরাজ ছদ্মবেশে আহার চাহিল,
সাধু পরিবার ভুলি সবকিছু দানে।
রাজা দানে খাদ্য অর্থ, ভাণ্ডার খুলিল,
সুনামে আপ্লূত রাজা, দম্ভ বাড়ে মানে।


দেবতা ব্রাহ্মণ বেশে আসিল প্রাসাদে।
রক্তঝরা যুদ্ধ জয়ে লাভে ধনরত্ন,
দানিছে সামান্য মাত্র দর্পিত প্রমাদে,
খ্যাতির আশায় রাজা, করিছেন যত্ন।


সবার প্রশস্তি শেষে বলে দেবরাজ,
শ্রমে লব্ধ অল্প দানে, পূণ্যে মহারাজ।