শেষ বিকেলের ফিকে হলদে আলোয় মনে উথাল পাথাল ঢেউ দোলে
--- তাবৎ মোহ, দ্বন্দ্ব, লুকোচুরি, দাম্ভিক শৃঙ্খল ছিঁড়ে ছুটে যাই
শৈশবের ধুলাময় গায়ে বাঁধনহীন উচ্ছলতায়,
বিলের শাপলার বন বেয়ে উদোম তনুতে
নদীর জলকেলিতে পোহাতে প্রসন্ন বেলা,
পাঠশালায় ধারাপাতের সুরেলা ছন্দে মাথা দুলিয়ে হারিয়ে যেতে,
সতীর্থের হাতে হাত রেখে কৃষ্ণাচূড়ার আরক্ত মাদুরে বসে
দিলখোলা অনর্গল কথার ফুলঝুরিতে মগ্ন হতে,
বরষার বর্ষণে প্রাঞ্জল তারুণ্যের কর্দমাক্ত খেলায়,
মায়ের চুলের আঘ্রাণ শুঁকে শুঁকে
চন্দ্রালোকিত মায়াবী কাহিনীর দেশে যেতে চাই,
বোনের পুতুল, ভাইয়ের লাটিম লাটাই, বালির নশ্বর ইমারত, দিগন্ত ছোঁয়া মাঠ---
আমি সব ফিরে পেতে চাই অনন্ত আরাধ্য
সুখের স্বর্গের মতোন,
নদী ভাঙ্গানে মানুষের বুকভাঙা কান্নার  অশ্রু মুছে দিতে,
বানভাসি মানুষ গলাজল ভেঙে পোষা পশু মাথায়
বয়ে নিয়ে যাওয়ার অনাবিল মমত্ব দেখতে
আমি ফিরতে চাই আমার হারানো একবুক ভালোবাসার সাম্রাজ্যে,
পাতার বাঁশির মোহিত সুরের পিছে পিছে হেমিলনের শিশুর মতোন ছুটতে চাই প্রাণান্ত,
ফিরে যেতে চাই বিভ্রান্ত যৌবনে কুহক নিয়ন আলোর অভিসারে যেতে, ফেলে আসা অবারিত জোছনায় আকীর্ণ শেকড়ে, চির শান্তির প্রিয় বাসভূমে।