বোমা ঝরে শিশু মরে নাই কারো মায়া
মোড়লের নাচানাচি সাথে তার ছায়া।
ছিন্নভিন্ন ইমারত ভূলুণ্ঠিত বাড়ী
চাপা পড়ে আছে কত রোগী শিশু নারী।
মায়াময় অনুভূতি নেই কারো মনে
কূটচাল ধ্বংস লিপ্সা রূপ নেয় রণে।
মানবতা সাম্যগাথা সভ্যধারী দেশে
শস্ত্রধর মিশে হেতা বাণিজ্যের আশে।
খোঁড়াযুক্তি মিথ্যাচারে বিভাজিত বিশ্ব
যুক্তিতর্ক লুকোচুরি করে দেবে নিঃস্ব।
রক্তগঙ্গা বয়ে যাক দৃষ্টি তাতে নাই
আধিপত্য আগ্রাসন চালু থাকা চাই।
ধর্মবাক্য সৃষ্টি হল সাম্য শান্তি তরে
বণিকেরা লুফে ধর্ম, রক্ত সদা ঝরে।