ফুল আর পরাগে আকীর্ণ তোমার চৌপাশ,
তবুও জানি রোদন ভরা বসন্ত বুকে
দৃশ্যমান সুখের এই শহরেই আছো।
আমাদের উচ্ছলিত দিনগুলোর প্রজাপতিরা
আজ তোমার স্মৃতির জানালায় উড়ে এসে  
বেদনার নীল আবীর ছড়ায়।
স্পর্ধিত আকাশও আজ আদ্র কৃষ্ণ মেঘমালায়
আচ্ছন্ন করে তোমার দীঘল কালো চোখ।


ক্লেদাক্ত অচলায়ত বিধৌত করতে আমার
স্ফটিক জলের স্বপ্ন খোঁজার অঙ্গিকারে
পোহালো প্রকান্ড রৌদ্রময় প্রহর আর যৌবন।
জানি অবিশ্বাসের প্রেতাত্মা শূন্য তোমার আত্মা,
হঠাৎ ঘূর্ণিতে তবু উবে গেল লালিত সব বিশ্বাস,  
আজ দুজনের দুটি পথ অচেনা দুই নক্ষত্রের
দুই পৃথিবীর বাতায়নে চলছে অবিরাম,
নিয়তির অনিবার্যতা নাকি অকাট্য আবেগ
করেছে রুদ্ধ জানালার নিথর কপাট
---- তবু নিরবধি বয়ে যায় বেদনার নীল নদ
বুকের অলিন্দ জুড়ে,    
তবু মৃত্যুঞ্জয়ী সুবাসিত ভালোবাসার শতদল
সুগন্ধ বিলায় ম্লান আলোয় এই গোধূলির   বাতাসে।  
                 -------------------