আলু চাল ডিম ডাল নূন তেল পেঁয়াজে,
চিনি গুড় মাছ দুধ ডুবে থাকে মেজাজে।
বড়মিয়া ছোটমিয়া হাহাকার করিয়া
বহু ক্লেশে পরিবার বয়ে নেয় টানিয়া।
গোঁফে তেল মেজে মেজে সদাগর হাসিয়া,
বিয়া করে রাশিরাশি কালোটাকা মারিয়া।
ফুলে ফেঁপে উঠে রোজ মজুদের বেপারী,
চিরদুঃখী উপোষেতে ধুঁকে মরে  বেচারি।
কিষাণেরা চাষ করে খেটে মরে অভাবে,
চালবাজি করে যারা থাকে তারা নবাবে।
দালালেরা হয়ে উঠে সমাজের মাফিয়া,  
ক্ষমতাতে ঢুকে পড়ে জননেতা সাজিয়া।
রসাতলে ডুবে যায় জনতার বাসনা,
বণিকেরা লুফে নেয় ক্ষমতার চালনা।