আকাশেতে সেই নীল, বনানী নিটোল সবুজ
কিছু মানুষ উল্টো পথে, যেন তারা অবুঝ।
রাজনীতিতে ত্যাগী নাই,বণিক গুন্ডা বাটপার,
দুর্নীতি, দখল, খুনে হলো যে সব একাকার।  
গণতন্ত্র বন্ধ্যা এখন, সমাজতন্ত্র গেল কবরে,
মানুষ পোহায় অনন্ত রাত, ত্যাগীরা সব ঘরে।
পাঠশালায় পাঠ নেই, আছে টিউশন ব্যাবসা,  
ছাত্রের হাতে বই নেই, পদ অর্থের লিপ্সা।  
মজুদদার ফন্দি আঁটে, দাম বাড়ে ফরফর,  
কালোবাজারি নেতা বনে, দেশের মাতবর।
ঘুষ বিনা চাকরি নাই, হয়না কোন কাজ,
যোগ্যরা সব বেকার বসে, অযোগ্য পায় তাজ।  
চোর বনায় ধর্ম প্রাসাদ, ভেজাল পুরোহিত,
টাকা ছিটে হয় দানবীর, ধার্মিক হয় ভীত।  
লাঞ্ছিত হয় নারী, শিশু --- মানুষ হলো পাষাণ,
রাজনীতি আর টাকার জোরে তারা বলীয়ান।    


এমনতরো অনিয়ম যদি নিয়ম হয়ে যায়,
যুদ্ধ করে স্বাধীন করার ছিল কার দায়? শহীদেরা রক্ত ঢেলে আনলো স্বাধীনতা,
ভুলে গেল মানুষ কেন এসব ইতিকথা?
আমরা যদি চুপটি করে ঘরের কোণে থাকি,
দস্যু দানব চোর বাটপার দেবে সবায় ফাঁকি।
শত শত বছর গেল মু্ক্ত হওয়ার তরে,
ভিনদেশীদের ছিঁড়লে টুটি, ভয় কেন ছিঁচকেরে?
জাগো সবাই তেজদীপ্ত, জাগো একই সুরে,
আঁধার চিরে জাগবে সকাল, সবার মাতৃ নীড়ে।
           . -------------------