নিরেট পাথর বেলায় বাইছি মৃন্ময়-কোমল
এ মাটির নদী বেয়ে কৃষ্ণকায় সময়ের ডিঙ্গি।
সোনালী চাদরে জড়ানো প্রেমের অভিসারে লাভ-ক্ষতির জটিল গাণিতিক হিসার নিকাশ,
বন্ধুর গলা জড়িয়ে অবারিত প্রাণের কথার ফুলঝুরি
ছড়ানোর  সময় তো নেই বন্ধুর,
শিশুর হাসির অনাবিল স্পর্শে
কারো দুস্বপ্নময় ঘুম ভাঙ্গেনা,
পাঠশালায় পাঠ নেই, চলছে বণিকের হাটবাজার,
নোতার মঞ্চে চলে মিথ্যার  রঙ্গ।
লুকোচুরি খেলছে সবাই  সত্যের খোলসে
প্রণয়ে, সংসারে, কর্মের বিচিত্র বিস্তারে।  
সফিস্টের মতো সত্যরে মিথ্যা বানায়
-- সক্রেটিসেরা যায় যূপকাষ্ঠে, সত্যভাষীরা নিষ্ক্রিয় নির্জনে।
  ক্যাসিনোর চক্র-ধাঁধায় ঘুরছে ভাগ্য সবার
-- জুয়ারির অর্থে চলে খেলা, বসে জমজমাট জনসভা,
গড়ে উঠে সড়ক, জনপদ, সংস্কৃতি, সভ্যতা।
আলেকজান্ডারের আত্মা সেলুকাসকে বারংবার বলে চলে,
কি বিচিত্র এই দেশ !