৪+৪
মুখোশ মানুষ, নকল মানুষ
নষ্ট মানুষ, ভণ্ড মানুষ,
মিষ্টি কথায় ভোলায় সবায়
খালি ওড়ায় রঙিন ফানুস।
চটকদারী ছলাকলায়
সাজে প্রেমিক দেশের দশের
পদে বসে চালায় চুরি,
রাজা নিজের, ভাবনা কিসের ?


মুখোশ মানুষ, নকল মানুষ
সোহাগ করে আলাপ জুড়ে
স্বার্থ শেষে আখের গোছে
সোজাসাপটা কেটে পড়ে।
কত মানুষ আসে আর যায়
কেউবা দানে, কেউবা হানে,
কেউ এসে যায় বুকের কাছে
কেউ চলে যায় সুদূর পানে।


মুখোশ মানুষ, নকল মানুষ
স্বপ্ন দেখায় সুখের বাটি,
মধুর সুরের কোকিল বনে
বসন্ত দিন করে মাটি।
অজুহাতের ফর্দ দিয়ে
ভেঙে ফেলে সুখের ঘর,
সুখ মিলেনা শোকরহীনের
হতাশ হয়ে জীবনটা ভর।


সহজ সরল, আসল মানুষ
লোভী তারে এড়িয়ে যায়,
ফন্দিফিকির তোষামোদে
পড়ে লোভী আছাড় খায়।
মনটা যদি লোভ ছাড়া হয়
দেশটা হবে সুখের আবাস,
মুক্ত মনে চললে সবাই
বিশ্বজুড়ে বলবে সাবাস !