ব্যথাকে শিশির করে, ছড়ায়ে অলিন্দে,
পাথর সময়ে ফেলে, গেলে অবেলায়,
তুমুল ঝড়ের তোড়ে , ভাঙনের ছন্দে
নিরুদ্দেশ হয়ে গেলে, দূর অজানায়।    


তারা রূপে আচমকা, ছায়াপথ ছিঁড়ে,
প্রিয় নিবাস আবাস, সবি গেলে ভুলে,
কর্মের প্রাঞ্জল কীর্তি, ভাসে অশ্রু নীরে,
ডায়েরির পাতাগুলো, একা কথা বলে।


অনিবার্য সত্য তুমি, করিলে বরণ,
নির্মম নিষ্ঠুর সত্য, অন্ধ অবিচল,
মানেনা নক্ষত্র তিথি, বয়স, বারণ ,  
অসীমে বিরাজ তার --- ব্রহ্মাণ্ড ভূতল।  


নির্মল কর্মের ভেলা, নির্ভীক বাহন,
শির নত করে সব ---- সত্য ও মরণ।