সামন্ত রাজন এক পুষেন বানর,
ছলা কলা দেখে তার, পুলকিত রাজা,
রাজ্যজুড়ে ক্লেশ বয়, নাই চিন্তা ওর,
বানরে মোহিত রাজা, কষ্টে ভাসে প্রজা।


জুলুম দুর্নীতি চৌর্য, রাজ্যের নিয়ম,
গুণীজন নির্বাসনে, দুরাত্মা রাজন্য,
খর্বিত মানীর মান, নারীর সম্ভ্রম,
অভাবে সংকটে চলে, দেশ জনারণ্য।


একদা রাজের পিঠে মশা কামড়ালো,
বানরকে বলিলেন, মশক মারিতে,
বানর মুগুর এনে মশারে পিটালো,
মরিল উদ্ভট রাজা, প্রচন্ড  আঘাতে।


জ্ঞানীগুণী পরিহারি, অজ্ঞ যার সাথী,
সকলি আঁধার তার ---- এই পরিণতি।