৬+৬+৬+২
প্রাচীন নগর তক্ষশীলায় পঠনপাঠন শেষে
ফিরিল যুবক, গৌরবদীপ্ত খ্যাত ডাক্তার বেশে।
রাজ্য ছাড়িয়া নামডাক তার রটে দেশে দেশে ত্বরা,
রাজামহারাজা শ্রেষ্ঠী বণিক আসে লয়ে রোগ জরা।
আসেন মগধে অপার জ্ঞানের সন্নাসী এক বড়ো,
বহুদূর হতে শুনিতে দেশনা বহুজন হলো জড়ো।
এতিম ভিষক আকুল হইল শুনিতে ভাষণ সুধা,
করুণার স্রোতে ঘুচে মন-পাপ, মৈত্রী জাগে সদা।
নৈকট্যলাভে একাগ্র চিতে বসিল গৈরিক পাশে,
হাসিমুখে সাধু, বলে অবিরাম, করুণা জাগানো আশে।
চকিত দেখিল, কাঁটা বিঁধে আছে শান্ত সাধুর পায়ে,
নাহি যেন ক্লেশ, বিলায় অমিয়,মানুষের হিত লয়ে।
অনুমতি নিয়ে বিষকাঁটা তুলে ঔষধি লাগায়ে পায়,
ভিষক বলিল, এখন কেমন বোধ লাগে মনে, কায়!
সবার সকাশে সাধু বলিলেন, শোন!  প্রিয়জন সবে,  
ব্যাধি আরোগ্য পরম প্রাপ্তি, ধন যশ নহে ভবে।
সন্তোষ মন  অমূল্য ধন, লোভী, সদা দীন রহে,  
বিশ্বস্তই পরম আপন, বদ পরিজন নহে।
মোহ দ্বেষ লোভে, জিঘাংসা ভোগে বাড়ায় তৃষ্ণা অতি,
তৃষ্ণা হইতে পূর্ণ  মুক্তি, দুখের ঘটায় ইতি।