তোমার আরাধ্য ধর্ম, বৃক্ষ-ধর্ম রূপ
---পরধনে তৃষ্ণাহীন, ত্যাগই জীবন।
উজাড় করলে বন, প্রাণীরা বিরূপ,  
বাস্তুহারা অসহায়ে ছড়ালে ক্রন্দন।  


নির্দয় আগ্রাসী তরে কলুষিত ধরা
বৃক্ষ প্রাণী মাটি জল করলে ধ্বংস,  
হলে তুমি স্বৈরাচারী প্রকৃতির খরা,
শ্রেষ্ঠ তাই ছলে বলে বনলে কংস।


হিরোশিমা নাগাসাকি দুঃস্বপ্নে মানুষ,
রক্তগঙ্গা বয়ে চলে এপাশ ওপাশ।
ক্ষুধা যুদ্ধ খুন গুমে করেছো কলুষ,
পৃথিবীকে করে দিলে চলমান লাশ।  


ঝড় বন্যা মহামারী প্রকাশিল ক্ষোভ,
রাজা তুমি শ্রেষ্ঠ তুমি, পাপ হল লোভ।