জ্বলছে আগুন নিরবধি মন্দির মসজিদে
জ্বলছে দাবানল যুগযুগ মনের অতলে,
পোহায় প্রহর, পোহায় যৌবন জীবন অন্তঃদাহে,
ঝরে পড়ে সময়ের শিশির নিঃশব্দে অগোচরে
আকাশে নেই ঔজ্জ্বল্য, সমুদ্রেও নেই বিশালতা,
পয়গম্বর, অবতার পাথুরে পৃথিবীর জঠর ছিঁড়ে
ভূমিষ্ট করালো কাঙ্ক্ষিত  মৃন্ময়ী পৃথিবী,
মানুষ নিলোনা প্রেমের অমিয় ফসল তার
কুড়ালো কদর্য বিষাক্ত প্রত্নতাত্ত্বিক ফসিল সব
কণ্ঠে মাদুলি বানিয়ে ফিরে যায় প্রেতের নগরে,
ব্যবচ্ছেদ করে মানবতার নাড়িভুড়ি হাড়গোড়,
নামাবলি গায়ে উড়ায় বিষবাষ্প আদিম উল্লসে।


রাবণের চিতার স্ফুলিঙ্গ ছড়ায় আঙ্গিনায়
বৈতালী বাতাসে দানবীয় লেলিহান শিখা
ছড়িয়ে যায় সীমাচিহ্ন ছিঁড়ে পৃথিবীর বিস্তারে।
মহাসিন্ধুর অপর তীরে বইছে আলোর মিছিল,
রুখে দাও দাবনল অন্তরে ভুলে কৃষ্ণ উপাখ্যান
যেতে হবে অনাগত আগামী'র সুখে সুপ্রভাত প্রহরে।