আমি উড়ুক্কু মেঘের মতো পারিনা যেতে  
প্রকাণ্ড হৃদয়ের পর্বত অভিসারে,
বৃষ্টির মতো ছড়াতে পারিনা ঔদার্য মাঠে মাঠে
ফসলের প্লাবন ডেকে আনতে,
আমি পাখির মতোন অন্তরের গহীন হতে তুলতে পারিনা অকপট সুর ঝংকার,
আমি নদীর মতো সব সহে সহে বুকে নিতে পারিনা
স্বার্থপর পৃথিবীর মনের ক্লেদাক্ত জঞ্জাল,
আকাশের বিশালতায় ভাসতে পারিনা নিরন্তর
মুক্ত বিহঙ্গের মতো নরম কোমল ডানায় ডানায়,
আমি সমুদ্রের মতো অতলান্ত গভীরতায় নৈকট্যে আনতে পারিনা প্রিয় আর অপ্রিয়কে,
বনানীর মতোন ঝিরিঝিরি শীতলতা ছড়াতে পারিনা
ক্ষুব্ধ জিঘাংসায় উন্মত্ত তপ্ত পৃথিবীর বিস্তারে।


পরিযায়ী পাখির মতোন ঝাঁক বেঁধে ছুটছি
পৃথিবীর এপাশ ওপাশ ছন্দময় কল্পিত সুখের জন্য
-- লুকোচুরি ছদ্মবেশ লোভ দম্ভ দ্বেষ সৃজিত দুর্লঙ্ঘ শৃঙ্খলে বন্দী বিক্ষত সুখ তবু নাহি ফিরে।