অনিয়মে বিদ্ধ হয়ে রুদ্ধ পৃথিবীর
যুগে যুগে,দেশে দেশে,সত্যের সংকটে,
নীলাভ বেদনা মাখা, দুখের প্রকটে,
সক্রেটিস বয়ে আনে আলোর শিশির।  কুহকে ক্লিষ্ট মানুষ, দুখের বিধির,  
অনন্ত মধ্যাহ্ন রাত,তাই নাহি কাটে।
দিশারীর আশে বসে, জীবনের ঘাটে,
ভাঙতে বিভোর মানুষ, শৃঙ্খল প্রাচীর।  


দুঃশীল দুরাত্মা লভে, শাসনের দণ্ড,
হেমলকে পূর্ণ করে, সবুজ অরণ্য,
সক্রেটিস অবরুদ্ধ, নিষ্ক্রিয় নির্জনে,      
অন্যায় নিয়ম হয়,সাধু রূপে ভণ্ড।
পৃথিবী উঠুক মেতে, বোধে হোক ধন্য,
মিথ্যারে করো বন্দী, দাও নির্বাসনেে।