স্বপ্নরা পেখম মেলে হৃদয়ে
নন্দিত অনুরাগে মনকে বিস্তৃত করে অসীমে।  
স্বপ্নরা ভালোবাসতে শেখায় নিজেকে
আর
পৃথিবীর কর্মচঞ্চল তাবৎ জনারণ্যকে।
স্বপ্নরা ছুঁয়ে ছুঁয়ে যায় হৃদয়ের অলিন্দ,
মনের স্বচ্ছ সরোবরে ফোটায়
বর্ণিল আবীরের আরক্ত শতদল।  
শৈশবে স্বপ্নরা নিয়ে যায়
তেপান্তরের মাঠের পরে নির্জন রাজপুরে অবরুদ্ধ রাজকন্যার শৃঙ্খল ছেঁড়ার বীরত্ব গাথায়।
কৈশোরের দুরন্ত প্রহরে স্বপ্নরা নিশি হয়ে
ডাকে সাত সমুদ্দুর তের নদী পার হয়ে
দিগ্বিজয়ের প্রমত্ত নেশার অভিযাত্রায়।
বসন্ত যৌবনে উড্ডীন গাঙচিলের মতো স্বপ্নরা নেয় ভাসিয়ে হলুদ জোছনায়
সমুদ্র মন্থনে দুর্লভ নীলপদ্ম তুলে
নিমগ্ন আরতির অর্চনায়
ভালোবাসার নৈবেদ্যে জুড়াতে প্রিয়ার প্রাণ।  
আমাদের এসব দিনরাত্রি উড়ে চলে
স্বপ্নের ডানায় চড়ে নিঃসীম নীলে
মহাকালের অনন্তলোকে।


মনের মুকুরে লালিত আমাদের স্বপ্নরা
আবার বৈরী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়,
ঈশান কোণের মেঘের তান্ডবের মতো
ক্ষতবিক্ষত হয়ে ম্রিয়মাণ হয়ে যায়,    
সুরাহীন সাকির মতো কাঁপে থরোথরো
মদ্যপ দুর্বিনীত উন্মত্ত শক্তির হিংস্রতায়।


দূর পাহাড় আর মহাসমুদ্রের ওপার হতে
ভেসে আসা আলোর বর্ণালী
আর সুরের মূর্চ্ছনায়
আকুল অবরুদ্ধ তরুণ পোহায় অলস প্রহর,  
বিঘ্নিত প্রতিশ্রুতি বিভাজিত করে প্রেম,  
শিশু আর কিশোরের আকাশচুম্বী উল্লাস
অতৃপ্ত কলির মতো ঝড়ে যায় দাবদাহে,
তরুণীর নিটোল তনু ব্যবচ্ছেদ করে হায়না,
ভূমিকম্পে বিধ্বস্ত হয় আমাদের স্বপ্নরা
বিষন্ন অনন্ত মধ্যাহ্ন রাত পোহায় অনন্তকাল।
                     --------------------