নির্জলা মিথ্যাচারে বারংবার বলে যাই,
ভালো আছি, ভালো আছি, ভালো আছি,
বুকের ভেতর দুখের নীল আসমান নিয়েও
স্মিত হেসে ব্যাকুল প্রাণে বলি হৃদয়ের কথা,
সাঁজের বৈরী বাতাসে ম্রিয়মাণ প্রদীপ হয়ে  
ছড়াই আলো, নিকষ কালো অচল অন্ধকারে।


পৃথিবীতে বাাড়ছে এখন প্রেতের বসতি,
ক্ষুধার্ত প্রেতের মতো মানুষের ন্যায্যতা গ্রাসে মানুষ,
গঙ্গা, নীল, মিসিসিপিতে বইছে রক্তাভ ধারা,
উদ্বাস্তু  শিশুর ক্ষুধার্ত শীর্ণ দেহ, সারি সারি লাশ,
স্বজন হারানোর ক্রন্দনরোলে টলেনা পাষাণ,
প্রেম নয়, করুণা নয়, পৃথিবীর জমিনে খেলে
বর্বর জিঘাংসক রুদ্র বিষাক্ত বাতায়ন,
নারীর সম্ভ্রম ছিন্নভিন্ন করে বুভুক্ষু শকুনের পাল,
আসমান ছোঁয়ার অভিলাষে শকুন পুষে যত্রতত্র
সভ্য নামাবলীর মিষ্টভাষী আগ্রাসী জানোয়ার,
লুকোচুরি, বঞ্চনার শস্ত্রে বিদ্ধ হয় হৃদয়ের বিস্তার,
তপ্ত অশ্রু আদ্র করে অবিরত, নিঃসহায় রাতকে।


ভালো নেই, ভালো নেই, ভালো নেই,
নিয়ত ইথার তরঙ্গে ভেসে আসে বেদনার  উপাখ্যান,
কুহক মুখোশের আড়ালে আদিম হিংস্রতায়
হৃদয়ের ভাঙ্গনের  শব্দে অনুরণিত পৃথিবীর চৌপাশ,
অবরুদ্ধ চিন্তায়, আহত ডানায় ভেসে ভেসে
মনের অনন্ত অবিরাম অব্যক্ত দহনে
ভালো নেই, ভালো নেই।