নীল নীলাদ্রির বুকে ভেসে মেঘ ছুটে  
দূরে পাহাড়ের আলিঙ্গনে আকুল  অভিসারে,
প্রজাপতি ফুলের বনে রঙধনুর আবীর ছড়ায়
বর্ণিল পেখম মেলে অনাবিল ভালোবাসায়,
গহীন কৃষ্ণ অন্ধকারে অমাবস্যাভুক জোনাকিরা
প্রেমময়ী নারীর মতো আলোর আলপনা আঁকে,
বিষন্ন অবেলায় পোহানো জীবন ভুলে
নবান্ন উৎসবে গাঁয়ের কিষাণী গায় প্রেমগীত,
অবরুদ্ধ প্রেয়সী বরষায় মেঘদূত পাঠায়  
দূর প্রিয়জনে হৃদয়ের গভীর আকুলতায়,
নির্ঘুম রাতে রুগ্ন শয্যায় উৎকন্ঠিত জায়ার
নিমগ্ন আরাধনায় কাটে নিরেট কঠোর প্রহর
---- এসব অনাবিল অনন্ত ভালোবাসা আর ভালোবাসার জন্য।  


তোমরা যারা হিংস্র হায়নার মতো
স্বপ্ন বিভোর তরুণীর সম্ভ্রম লুটে বলো,
ভালোবাসাকে ফেরারি করেছো দূর নিরুদ্দেশে, 
কখনো জাগতে দেবেনা সুপ্রভাত এই ঘোর অমানিশায়,
তোমরা যারা যুদ্ধবাজ, ঘাতক, সন্ত্রাসী  
শক্তির উন্মাদনায় প্রমত্ত হয়ে বলো, 
মানুষের করোটির উপর সাজাবে দম্ভের মসনদ,
তোমরা যারা কূট শরে বিদীর্ণ করো অলিন্দ, 
-- প্রগতির অদম্য ক্ষিপ্র অশ্বারোহীর বীরত্বে 
তোমাদের আসুরিক মাংসাল দেহ নুইয়ে যাবে,
উদ্যত ঘাতক কাঁটা বিচূর্ণ হয়ে পড়বে ধূলায়, 
আত্মকেন্দ্রীকতার রূঢ় কদর্যতা ছিন্নভিন্ন হবে, 
পাপের প্রাসাদ ভষ্ম আর ধোঁয়ায় উবে যাবে,    
বিষন্ন গ্লানির কৃষ্ণতায় আচ্ছাদিত হবে
দম্ভ,কূটকৌশল,জিঘাংসা
আর তোমাদের নিষ্ঠুরতা।    


আবারো তপ্ত জমিন ভিজে যাবে আরাধ্য বৃষ্টিতে,   
জাগবে সবুজের শীষ কোমল মৃন্ময় বিস্তারে,
ফুটবে ফুল, গাইবে পাখি, প্রজাপতি ছড়াবে রঙ, 
মানবতার জয়গানে ধ্বনিত হবে ---
পৃথিবীর সহস্র যোজন পথের বিস্তারে
ভালোবাসা ছিল, আছে, থাকবে অনন্তকাল।                --------------------