হে প্রকৃতি, তুমি দুর্গম,
হে প্রকৃতি, তুমি দুর্লভ,
হে প্রকৃতি, তুমি অসহায়,
হে প্রকৃতি তুমি বিনয়ী,
হে প্রকৃতি, তুমি পারো চূর্ণ বিচূর্ণ করতে,
তোমার কবলে পরেছি আমরা,
তুমি দিয়েছো সুনামির মত জলোচ্ছ্বাস,
তুমি নিয়েছো কত প্রাণ ও কত ঘরবাড়ি।
তোমারি অভিশাপে আজ অভিশপ্ত আমরা -
তবুও তোমাকে পারিনি বন্দি করতে,
আজও মানুষ হচ্ছে তোমারই দাস
তোমারই খেলার পুতুল।
মানুষ জেনেছে আজ কত জানা অজানাকে
বিজ্ঞান আজকে জ্ঞানের আধার।
চাঁদে ও মঙ্গল গ্রহে যাচ্ছি,
আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছি,
তোমাকে টুকরো টুকরো করছি
তোমায় নানা রঙে সাজিয়ে তুলেছি
তোমারই গর্ভে দিক থেকে দিগন্তে
বিস্তীর্ণ রেখাপাত করেছি
তবুও তোমাকে আমরা পারিনি বন্দি করতে,
তুমি পেরেছো সত্যিই, সত্যি তুমি পেরেছো আমাদের বন্দি করতে,
দিনক্ষণ কিভাবে কাটছে বুজে উঠতে পারছিনা
সকলের অলক্ষে,  হঠাৎ কিভাবে তোমারই আবির্ভাব
তাও ভাবতে পারছিনা,
তুমি সীমাহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে সকলের অলক্ষে
তোমার ভয়ঙ্কর রূপ, আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে
তোমার ভয়ঙ্কর লীলা দেখিয়ে একাই কাঁপাচছ
তুমি রুদ্র, তুমি প্রলয়,
তুমি নিয়েছ  কত প্রাণ বলিদান
তোমারই জন্য আজ কত হাহাকার
তুমি পারো সব কিছু কেড়ে নিতে
হ্যাঁ তোমারই সাহস, তোমার ভয়ঙ্কর তাণ্ডব লীলায়
আজও আমরা তোমারই খেলার পুতুল,
তাই তোমাকে নিয়ে আজ কত গবেষণা,
কত আলোচনা,
জানিনা তুমি কবে টানবে
এই মারণ ব্যাধির সীমারেখা।