বিশাল অট্টালিকা, সাত মহলা বাড়ি,
সব জীর্ণ হয়ে ভেঙে যায় একদিন।
বহুশাখা বিশিষ্ট দীর্ঘদেহী বটগাছ
তারও প্রাণপাত হবে একদিন।
আজ যে নদীতে নিত্য জোয়ার ভাটা বয়
সেও আরও শীর্ণ হয়ে, চড়া পড়ে, নাব্যতা কমে
একদিন অতীত হয়।
যে ভাবে বহু নদী আজ মজা খাল হয়েছে,
ক্রমে সমাধিও ঘটেছে।
আমরা চাক্ষুষ করিনি পাহাড় বা নদীর সৃস্টি,
কিন্তু মৃত্যু দেখেছি।
দ্বিপ্রহরের দীপ্ত সূর্য সায়ান্হে মলীন হয়ে ছায়া ঘন
সন্ধ্যে নামে, দিনের অবসান ঘটে।
প্রতি দিন আমরা জন্ম এবং মৃত্যু দেখি,
সব ছেড়ে নিজের অস্তিত্বের সমাপ্তি ঘটিয়ে,
না ফেরার পথে পাড়ি দেয় অনিত্য জীবন।
তার পিছনেই ছুটি আমরা যা জীবন নয়।
তাই পারিনা সূর্যের অনুসারী হতে।