রক্ত ই বলে দেয় মানুষের  ভেদ নেই,
রক্তপ্রমান করে তুমি আমি একই সেই।
তবু কেনো ভেদাভেদ, হিংসের যুদ্ধ?
এসো হাতে হাত রাখি, ভুল  করি রুদ্ধ।
মানবতা মানুষের  সব সেরা ধর্ম,
ভালোবাসা ব্রত  করে  আচরি সে কর্ম।
রক্ত ঝরানো নয়, রক্তকে করি দান,
রক্তের ই বিনিময়ে বাঁচুক মুমূর্ষু প্রাণ।
যতমত-ততপথ সবই মেশে  মোহনায়,
জানি বুঝি তবু ভুল, তাই এত হায় হায়।
সকল মানুষই এক নেই কোনো ব্যবধান,
নামে শুধু শিখ-ইসাই হিন্দু বা খ্রিস্টান।
বৌদ্ধ -জৈন -পার্সি, ইহুদি  -মুসলমান,  
মানবতা ছাড়া কোনও ধর্মের ই নেই মান।
এসো হাতে রাখি হাত,সরাই অন্ধ রাত,
সকল প্রাণেতে জাগুক জ্ঞানের সু প্রভাত।