আমরা লিখবো ভোরের কাব্য
ভাঙবো আমরা অন্ধকার,
আমরা ঘোচাবো ভুলের বিভেদ
আমরা খুলবো রুদ্ধ দার।
আমরা রুখবো মারন যুদ্ধ
আমরা বোঝাবো অস্ত্র নয়,
প্রমান দেখেছি হাতে হাত ধরে
সকল প্রাণে আসে বিজয়।
অস্ত্র দেয় না ক্ষুধায় খাদ্য
মোছায় না সে চোখের জল,
মারন লড়াই সব কেড়ে নেয়
সকল স্বপ্ন হয় বিফল।
আমরা রচবো সেই  সে ছন্দ
যে পথে জীবন জোয়ারে ধায়,
বন্ধু  হবো সবাই সবার
মোছাবো সকল হায় হায়।
যুদ্ধ  লড়বো প্রাণকে বাঁচাতে
সবায় সবার ধরবো হাত,
ভলোবাসা দিয়ে সাজাবো পৃথিবী
রাঙাবো আমরা খুশি  প্রভাত।
গাছের স্বভাব পাবে মানুষ
রুক্ষতা হবে সবুজময়,
প্রাণ কাড়া কাড়ি হয়েছে অনেক
নেবো শপথ আার মৃত্যু নয়।