যে করে ভুল সেই তো হারে
অন্য জনে নয়,
এগিয়ে চলার পথটা ভাঙে
আসে পরাজয়।
জেনে বুঝেও সে ভুল চলায়
যে- জন বাড়ায় হাত,
ভোরের গান রুদ্ধ হ'য়ে
ঘনায় গহন রাত।
তুমিই তোমার নাওয়ের মাঝি
তুমিই বাইবে দাঁড়,
ঝড় তুফানেও শান্ত চিত্তে
করবে দরিয়া পাড়।
শুধু একটা ভুলই নিভিয়ে আলো
আনে অন্ধকার,
এ মানব জীবন ধন্য করার
রুদ্ধ হয় দ্বার।
তখন শুধুই ব্যর্থ গ্লানি        
কুঁড়ে কুঁড়ে খায়,
বিদায় ক্ষনে অশ্রু ঝরে
মন করে হায় হায়।