দাওনা মাগো স্কুল ব্যাগটা
      একটু হালকা করে,
এবার বোধহয় যাবো মাগো
      মুখ থুবড়ে পড়ে।
পাহাড় প্রমান বইয়ের বোঝায়
    কোমর ব্যথা করে,
বড্ড কেমন করে মাগো
    পিঠ কনকন করে।
শুয়ে চোখে ঘুম আসেনা
   এপাশ-ওপাশ করি,
দাওনা রেহাই ইচ্ছে করে
    একটু খেলাও করি।
আকাশেতে নিত্য ওড়ে
    কত রঙিন ঘুড়ি,
মনটা করে এসব ছেড়ে
    মেঘের সাথে উড়ি।
যেথায় শিমূল-পলাশ রাঙা
   ঝোলে বটের ঝুরি,
ঝাপিয়ে জলে কাটবো সাতার
   খেলবো লুকোচুরি।
টাপুরটুপুর রাত্রি দুপুর
   ঝরবো ইলসে গুড়ি।
মাঠ-বাগানে কত ফুল মা
  ধানের খেতে জল,
টুংটাং টুং বর্ষা নূপুর
   স্রোত ছোটে কলকল।
সবাই মিলে করবো খেলা
   করবো লুটোপুটি,
তাইতো তোমায় বলছি মাগো
   দাও না খেলার ছুটি।
লিখবো পড়বো তার সাথে মা
    একটু খেলাও করবো।
দাওনা সুযোগ এমনি করেই
   জীবনটাকে গড়বো।