বেকার ছেলেরা  চাকরি পেলে
মিছিলেতে আর আসবেনা,
মুষ্ঠি হাতে  ফুলিয়ে শিরা
জিন্দা বাদে ভাসবে না।
বলবেনাকো মুর্দাবাদ, আর
বলবেনাকো হায় হায়।
স্লোগান দিয়ে  বলবেনা আর
জবাব দাও- জবাব চাই,
জবাব দাও - জবাব চাই।
ভেঙে দাও গুড়িয়ে দাও
বলবেনাকো দল বেধে।
গলা ছেড়ে গাইবে না গান
নেতার কথায় সুর সেধে,
খিদে - অভাব - দারীদ্রতা
চাবুক প্রাণে মারবে যত,
হাড় হাভাতে অভাগাদের
মিছিলে ভির বাড়বে তত।
বেকার ছেলের মিটলে অভাব
করবে কারা,  ভোটের  কাজ?
দেওয়াল লিখন -বুথ দখলে
নেতার মাথায় পড়বে বাজ।
তাই  নেতা চাই, স্বপ্ন -দেখুক
স্বপ্ন দেখেই কাটাক রাত,
আদ পেটা খেয়ে ঘুমোক ওরা
শুধু স্বপ্নে  থাকুক গরম ভাত।
তাই, চায়না নেতা গড়ুক শিল্প
বেকার -দারিদ্র ঘুচে যাক।
কোনও আশার জ্বললে প্রদীপ
নেতা চায়, তা নিভেই যাক।
যে সব শিল্প  সচল ছিলো
আজ সব হয়েছে বন্ধ,
আখের গোছানো জঙ্গিপনায়
ওরা সব করেছে অন্ধ।
আজ চিমনী গুলো মৃত  কঙ্কাল
শ্রমিক বস্তি সুনসান,
নেতার কিন্তু বাড়ছে ওজন
বেনামে ব্যাঙ্কে বাড়ছে মান।
অভাব -খিদে -উত্শৃঙ্খলতা
সারা দেশটা জুড়ে হায় হায়,
তবু, চতুর্দিকে নেতার ছবি
তার যে আরও প্রচার চাই।
আজ নেই শিল্প নেই চাকরি
কোনও সুস্থ পরিকল্পনা,
আছে শুধু ভাঁওতা বাদে
ক্ষমতা ভোগের জল্পনা।
সারে সাত দশক অতিক্রান্ত
ভোট আসে -আর ভোট যায়,
অসাম্যবাদ আজও নামতা পড়ে
হয়নিকো মোছা হায় হায়।
জাতপাত আর ধর্মে লড়িয়ে
লুটেরারা আজও লুটছে দেশ,
চায়নাকো তারা একহোক মানুষ
বিভেদ বাদের দিন হোক শেষ।
প্রতিশ্রুতি তো অনেক হয়েছে
এবার মানুষ প্রমান চাই,
ঘাম ঝরিয়ে খেটে খেতে
বেকার যুবকেরা চাকরি চাই।
মৌ স্বাক্ষর অনেক হয়েছে
এবার নতূন শিল্প চাই,
বন্ধ কারখানায় প্রমোটিং নয়
স্তব্ধ মেশিন সচল চাই।
ওগো দেশ নেতা জনতা এবার
তোমাদের কাছেই জানতে চায়,
এবার এ মিছিল, অজুত কন্ঠে
তোমাদেরই  কাছে জবাব চাই।
জবাব দাও -জবাব চাই
জবাব দাও- জবাব চাই.....
চাকরি দাও -চাকরি চাই
চাকরি দাও- চাকরি চাই....