তোমার দেবতা মন্দির হতে
     সেদিনই গিয়েছে হারিয়ে,
তারই সন্তানে ছোট জাত বলে
     যেদিন দিয়েছো তাড়িয়ে।
শ্বেত পাথরের তোমা মন্দির
     মুর্তি শোভিত কারুকাজ,
চূড়ায় সোনার মঙ্গল ঘট
    মনি -মুক্তোর ফু'লসাজ।
পরম্পরায়,তুমি ধনী -মানী
    ধন - ঐশ্বর্যের অহংকার,
দেবতাকে ভাবো, সে শুধু তোমার
     তোমারই একার অধিকার!
তুমিতো বোঝনা, যাকে ছোট বলো
    স্রস্টার সেতো ছোট নয়,
তোমা ব্যবহার তাই সে দেবতার
     বক্ষে ব্যাথার অশ্রু বয়।
যত ফল -মূল নৈবিদ্য ডালি
    দাও তারে তুমি সাজিয়ে,
ধুপ দীপ সাথে শঙ্খ ধ্বনী
    আরতি ঘন্টা বাজিয়ে।
হৃদয় তোমার পারেনা কাঁদিতে
   সেথা ঝরেনা অশ্রুজল,
আর সে অভাগার অর্ঘ্য -অশ্রু
   পারেনাকো দিতে ফল।
তবু সে দেবতা তারই পূজা নেয়
    ফিরিয়ে তাকে সে দেয়না,
আর তোমার -
          মন্ত্র, পুরোহিত স্বর্ণ আভূষন
    তবু তোমার পূজো সে নেয়না।
মন্দির হতে তোমার দেবতা
      সেদিনই গিয়েছে হারিয়ে,
'অচ্ছুৎ' বলে, তারই সন্তানে
      যেদিন দিয়েছো তাড়িয়ে।।