তোমারই আগামী সন্তানেরা
প্রশ্ন করবে -
আমরা পা রাখবো কোথায়?
কোথায় আমাদের  শোওয়ার ঘর,
কোথায় বা বসে  আমরা খাবো?
-কারণ সব তো দখল হয়ে যাচ্ছে,
সকালের  তীব্র ঝলমলে আলোর মধ্যেই অদেখা অন্ধকারের বসত।চোরা বালির মতো তিল তিল করে
সরে যাচ্ছে আমাদের  ঠিকানা........
ক্রমশ , আমরা তলিয়ে  যাচ্ছি,
অস্তিত্ব হীনতার গহনে।
সুচারু ভাবে  ভিন্নত্বের প্রাচীর তুলে,মানুষকে মানুষের সাথে লড়িয়ে, ক্ষিনতর করে  দেওয়া  হচ্ছে একাত্ম শক্তিকে।
বাজিকরের অঙ্গুলি হেলনে,বুদ্ধিকে
বন্ধক রেখে, সাধারণেরা সর্বনাশেও
পুতুলের মতো নৃত্য করছে।
যদি লক্ষ্য করো, দেখতে  পাবে-
ক্রমশ স্ফীত  হচ্ছে অন্ধকার.........
দীর্ঘতর হচ্ছে ছায়া।