করোনা আজিকে বিভীষিকাময়
ছড়িয়েছে প্রাণে ত্রাস,
বিশ্ব ভুবন কাঁপে থরথর
দেখে সে সর্বনাশ।
ধনী বা গরীব রাজা বা প্রজা
কাউকে দেয়নি ছাড়।
বুঝিয়ে দিয়েছে কেউ নয় উর্দ্ধে
কেউ পাবেনাকো পাড়।    
দিশাহারা প্রাণ পায়নিকো পথ
ঘরে হ'য়ে থাকা বন্দী,
দেখে ভালোলাগে শুভ প্রচেষ্টা
প্রাণ চায় প্রাণে সন্ধি।    
আজিকে যুদ্ধ প্রাণ কাড়া নয়
সকল প্রাণের জয় ,
মানুষ তুমি যে মহান শ্রেষ্ঠ
দিতে হবে পরিচয়।
মরন দেখে এত যদি ভয়
কেনো মারন অস্ত্র গড়ো?
পরমানু বোমা কিবা প্রয়োজন
নিজেকে প্রশ্ন করো।
মানুষ তুমি পেরেছো গড়তে
এক কনা মাটি -এক বিন্দু জল,
তবে কেনো চাওয়া সবুজ বিষিয়ে
গড়ে দিতে নিশ্চল?
অস্ত্র ব্যাপারী যুদ্ধবাজেরা
দেখে এ শিক্ষা নাও,
জীবনের জয় মেলেনা অস্ত্রে
প্রাণে স্নেহ ভরে দাও।
আজ বসুধার ঘোর দ্রোহ কাল
আলোহীন কালোরাত,
এসো জীবন ব্রতে প্রতিজ্ঞ হ'য়ে
সকলের ধরি হাত।
সকল দ্বন্দ্ব ভূল বিভেদের
করি আজ অবসান,
মানুষ আমরা অভিন্ন এক
এসো গায় সেই গান।
এ দুঃসময় ঘুচিয়ে আমরা
আনবো সবারই জয়,
হাসবে পৃথিবী প্রাণের আবেশে
হবেই সূর্যোদয়।