ভাগ হয় না নদী, ভাগ হয়না আকাশ,
ভাগ হয়না মেঘ বৃষ্টি -বাতাসের স্রোত-জোয়ার ভাটা,ভাগ হয়না সূর্যকিরন
পূর্ণিমা জোছনা,
ভাগ হয়না শীত বর্ষা বসন্ত
স্নেহ- ভালোবাসা
ভিন্নত্বের তকমা দিয়ে তবু তারকাঁটা বেড়া
আর আরও ক্ষুদ্র হওয়ার প্রানান্তকর প্রচেষ্টা
শ্রেষ্ঠ বোধের মানুষ হয়েও তাই হেরে যাওয়া
আর হেরে যাওয়া।