সেই তো হারে যে জন লড়ে
   সেই তো আবার জয়ী হয়,
পায় নাকো জয় কোনোদিনও সে
   যে জন লড়তে ভয় পায়।
হারের কাছে শিক্ষা নিয়েই
   জয়ের পথটা গড়তে হবে,
রাত সরে যেই ফুটবে আলো
     তক্ষুনি তো ভোর হবে।
হাল ছেড়ে যে বেহাল হয়ে
    পথটা ছেড়ে সরে থাকে,
কোনো দিন সে হয়না সফল
  পিছিয়ে পড়ে পথের বাঁকে।
জীবনটাতো জয়ের জন্য
   লড়েই সে জয় জিততে হয়,
তোমার লড়াই তোমার একার
    পিছিয়ে আসা জীবন নয়।
উঠে দাড়াও ভয়কে তাড়াও
   জয় ছিনিয়ে আনতে হবে।
জীবন নয়কো হারার জন্য
    জয়ী তোমায় হতেই হবে।।