খোকন ভাবে,আমি যদি
হতাম দেশের রাজা,
বদলে দিতাম ঠকিয়ে যারা
সরলকে দেয়  সাজা।
আজও দ্যাখো, পথে মানুষ
নেইকো তাদের ঘর,
রোদ -বৃষ্টি সবই কাটে
খোলা আকাশ পর।
অভাবী জন ভূখা ঘুমায়
তাদের, অন্ধ গহন রাত,
যোদ্ধা রাজা অস্ত্র কিনে
কাড়ে খিদের ভাত।
জয়ের  জন্য, যে উদার স্নেহ
কোনও রাজাই তা বুঝলো না,
হারিয়ে -হারার ভুলের পথকে
তাই রাজারা যুঝলো না।
খোকন ভাবে-
বন্ধু হয়ে সন্ধি করে
যদি  চলে সব দেশ,
মাটির  মানুষ হাসবে সুখে
মুছে যাবে বিদ্বেষ।
তখন, পথের মানুষ ফিরবে ঘরে
পেট ভরে খাবে ভাত,
অস্ত্র কেনার অর্থ দিয়ে
মুছে যাবে কালো রাত।
খোকন ভাবে-
সিংহাসনে বসার পরে
রাজা যে কেনো  বদলে যায়?
কেনো যে রাজারা চায়না নিতে
দূখী মানুষের ব্যাথার দায় ?
তাই তো খোকন,
-একটি বারের জন্য হলেও
রাজা হয়েই দ্যাখাতে চায়।