রাস্তায় চলে রেল   তারই নাম ট্রাম
সুরু যবে কোলকাতা   ছিলো আধো গ্রাম।
পূব দিকে ছিলো তার   লবনের হ্রদ
ঝোপ ঝাড় খাল বিল   ঘেরা নদী- নদ।
দিনে রাতে থেকে থেকে  শেয়ালের হাঁক
ছুটতো দাঁতাল শুয়োর    করে গাঁক গাঁক।
আজ সেথা স্কাইলাইট     বহুতল বাড়ী
রাস্তায় ছুটে চলে    নামি -দামী গাড়ি।
কোলকাতা জেগে থাকে    চোখে আলো জ্বেলে
নিশি জাগে রাত পরী    চোখে জল ফেলে।
আজ রাত হলে কোলকাতা   মাখে অভিসাপ
টাকা ওড়ে পেয়ালায়   বয়ে চলে পাপ।
কুমারী সতীত্ব কাড়ে   নিশি কোলকাতা
গরীবের ভাঙা ঘরে    তার ই ফাঁদ পাতা।
এত আলো এত বাহার   তবু হায় হায়
যার  যত বেশী আছে   তার ই আরো চায়।
রাস্তায় ছোটে রেল   তার ই নাম ট্রাম,
ছিলো কোলকাতা নিস্পাপ  সরল এক গ্রাম।