তোমার কাছেতে চায় নে ও রাজা
কোনও ভিক্ষের দয়া দান,
মানুষ হয়ে জন্মে ভিক্ষে,
-সে যে বড় অপমান।
ঘাম ঝরিয়ে খেটে খেতে চাই
আমরা দেশ জোয়ান,
মিথ্যে স্বপ্নের ভাঁওতাবাজিতে
বেধেছো অনেক গান।
শুধু পাইয়ে দেওয়ার মিথ্যে ভাষনে
চালিয়ে গিয়েছো রাজ,
মেহনত করে খেটে খাবো রুটি
দাও না ও রাজা কাজ।
তোমরা তো চাও মসনদ আার
রাজভোগ খাওয়া অধিকার,
উদভ্রান্ত যুবক দিশাহারা আজ
তাদেরই গড়েছো হাতিয়ার?
তোমাদেরই তারা দিতে তখত
আত্মহননে লড়তে যায়,
হতাশা ছাড়া, কি পেয়েছে তারা?
ফাঁদ পাতা পথে সব হারায়।
তবু, নিউজ চ্যানেলে হুঙ্কারে চলে
তোমাদেরই মেকি যুদ্ধ,
আসেনাকো ভোর অন্ধ সকাল
হয় সব পথ অবরুদ্ধ।
বন্ধু, ডিগ্রি দিয়ে তো ভরে নাকো পেট
চাল নয় ভাত হয়ে ফুটবে,
ব্যর্থ স্বপ্ন মাথা কুটে মরে
কভু কি সুদিন জুটবে?
ক্ষমতা বানেরা চেয়েছে কি কভু
হোক এর কোনও সমাধান?
চেয়েছে, আপন বিত্ত -বৈভব
ক্ষমতা - দম্ভ, আর রাজমান।
তাই এ মাটিতে অসাম্যতায়
দাঁড় বায় দুটি বিশ্ব।
ধনবান আরও হয়েছে স্ফীত
দুখীরা হয়েছে নিঃস্ব,
তোমার কাছেতে চায় নে ও রাজা
রাজকোষ ভাঙা কোনও দান,
রাজা হয়ে থাকো,দেবোনাকো বাধা
শুধু বাঁচবার দাও মান।