আজ সারা দিন ঝরছে বারি
রোদের সাথে চলছে আড়ি,
মেঘের সাথে সন্ধি করে
আকাশটাকে বন্দি করে।


বিরাম বিহীন অঝোর ধারায়
ঝরছেই শুধু ঝরছে।
আজকে বাতাস এদেশ ছাড়ি
গ্যাছে দূরে তার মাশির বাড়ি।


গাছেরা তাই মন মরা আজ
ছবির মতো, নেই কোন কাজ।
নীরব নিথর চুপটি করে
ভিজছেই শুধু ভিজছে।


ভিজছে নীড়ে পাখির ছানা
ঝাকিয়ে মাথা ঝাড়ছে ডানা,
চৌদিকে আজ আন্ধার ছায়া
জল কল খল মাটির কায়া।


তাইতো খুশির সাজ চারিধার
নদী নালায় বর্ষা বাহার,


টিপ টিপ টিপ সারা দিন রাত
পদ্য ছড়া পড়ছে,
মেঘ মল্লার রিম ঝিম ঝিম
ঝরছেই শুধু ঝরছে।