এ সাম্য ভারত উদার ভারত
সবারই  সমান অধিকার,
তবুও আছে কিছু দুস্টু মতি
যারা চাইছে দেশটার ছাড়খার।
এই দেশেতেই জন্ম তাদের ও
এই মাটিতেই হবেও লীন,
তবু্ও তারা ধ্বংস মন্ত্রে
নিত্য বাজায় মারন বীণ।
ঘুম- জাগরণ যেই কোলেতে
সেই তো সবারই মা -স্বদেশ,
তবে কেন ভাই বক্ষ বিষিয়ে
করতে চাইছো এদেশ শেষ?
এ মাটি তোমার এ দেশ আমার
ভারত সবাইকে দিয়েছে ঠাই,
হাতে হাত ধরে একাত্মতায়
মুছে দেবো সব হায় হায়।
যারা আজও মন বিষিয়ে বোঝায়
এদেশ এখনও তোমার নয়,
বন্ধু, আসলে সে শত্রু তোমারও
সে চায় তোমারও পরাজয়।
তারা চায়না ভারতে সকল মানুষ
হাতে হাত ধরে এক হয়ে থাক,
শস্য শ্যামল এ ভারতভুমি
চাই  সে বারুদে খাক হয়ে যাক।
ফিরে  এসো ওগো বন্ধু স্বজন
ভাবো যারা এ দেশ তোমার নয়,
এদেশে তোমারও আছে প্রয়োজন
নতুবা, পূর্ণ হবে না জয়।
এ ভারত নাহলে পাবেনা জয়।