আমি যোদ্ধা  হয়ে যুদ্ধ লড়বো
নতূন ভোরের জন্য,
আমি সৃস্টি গানের হয়ে সরিক
জীবন করবো ধন্য।
যখন রুক্ষ ধরা দগ্ধ দহনে
এ তপ্ত ভুবন ভষ্মাসুর।
তখন আমি মেঘ মল্লারে
সৃজন ছন্দে বাধবো সুর।
আজ,মন ভুবনে বারুদ গন্ধ
আগ্রাসী লোভ ছড়ায় ত্রাস,
শ্রেষ্ঠ  এ-প্রাণ অবুঝ হয়ে
আজ,নিজেরই করছে সর্বনাশ।
ভালো বাসায় সব পাওয়া যায়
কেনো যে সবাই বুঝলো না?
প্রাণের স্বর্গ হচ্ছে নরক
তবুও সবাই  যুঝলো না।
অস্ত্র নিয়ে যুদ্ধ লড়ে
কেউ কি পেয়েছে কোথাও জয়,
মানুষ হয়ে মানুষ মেরে
পেয়েছে শুধুই পরাজয়।।