ওকেও আপন করে নাও,
ওকেও নিজের ভাবতে দাও,
দেখবে সরছে অনেক রাত্রি
হাসছে সূর্য ভোর,
নতূন আলোয় জেগে চরাচর
সরেছে অন্ধ ঘোর।
দেখবে ঘুচেছে অনেক বিভেদ
থেমেছে লড়াই  যুদ্ধ,
বর্ষা -বসন্তে মেতেছে এ ধরা
দাব দাহ হয়ে রুদ্ধ।