মৌমাছিদের নেই কোনও বই
পাঠশালাতেও পড়ে  না,
তবুও চলে নিয়ম মেনে
কেউ কোনও ভুল করে না।
রানির শুধুই ডিম পারা কাজ
কুটোটাকেও ধরে না,
পুরুষেরাও আয়েসে কাটায়
চাকেও মধু ভরে না।
শ্রমিক মাছিই কাজ করে সব
হিংসে বিবাদ জানে না,
লড়াই করে জয় করা যায়
সেই কথাটা মানে না।
শ্রমিকেরাই মৌচাক গ'ড়ে
বাচ্চা লালন করে,
ফুলের থেকে মধু এনে
চাকেও মধু ভরে।
পুরুষ-রানির যত্ন  নেওয়া
সেটাও তাদেরই কাজ,
শত্রু এলে তারাই ছুটে
ফোটায় হুলের বাজ।
দেখতে ওদের ছোট হলেও
থাকে মিলেমিশে,
ওদের কাছেই শিখতে হবে
সুখটা মেলে কিসে।
একতাতেই ওরা জানে সুখ
একতাতেই জয়,
তাই তো ওদের কাছে যেতে
সক্কলে পায় ভয়।