যে বসুধা সব চেনালো
       ছোট্ট  আঙুল ধরে,
তার অবেলায় অবহেলায়
      যদি অশ্রু ঝরে।
সকল সূর্য অস্ত যাবে
       আসবে না আর ফিরে,
সৃস্টি সবুজ বোবা হবে
       ধরবে মরু ঘিরে।
মা হল সেই শ্রেষ্ঠ দাতা
       যে ঋণ শোধ হয়না,
যে'জন ভাবে শুধবে সে ঋণ
   সে'জন বোধে রয় না।
যার মাথাতে মায়ের আশিস
     পথ হয়না রুদ্ধ,
যতই আসুক ঝঞ্ঝা-প্লাবন
       জয় পায় তার যুদ্ধ।
সে মা কে যে দুখঃদিয়ে
       নিজেরই সুখ চায়।
সব পথে সে ব্যর্থ হয়ে
      করে সে হায় হায়।