আজ পুতুলের গায়ে হলুদ
কাল পুতুলের বিয়ে,
পুতুল যাবে শ্বশুর বাড়ি
ঘোমটা মাথায় দিয়ে
পুতুল যাবে পালকি চড়ে
সোনা ডাঙার গাঁয়,
আট বেহারা পালকি টানে
ঝুমুর পরে পায়।
পুতুল জামাই ঘোড়ায় চড়ে
ছুটছে আগে আগে,
দশ পালোয়ান লাঠি হাতে
ছুটছে বাগে বাগে।
তিনটে পাহাড় ঝর্ণা নদী
পেরিয়ে যেতে হবে,
তিন ক্রোশ পথ ঘোর জঙ্গল
রাত পেরোবে তবে।
সোনা ঝরা পাহাড় ঘেরা
সোনা ডাঙার গাঁ,
আড়াই প্রহর ছুটলে জোরে
আসবে সোনার গাঁ।
হাতীর পিঠে খাবার বোঝাই
উটের পিঠে জল,
পুতুল রানীর সঙ্গেতে যায়    
ষোলো সইয়ের দল।
চাকর বাকর মায় রাধুনি
বাদ্যি সানাই বাজিয়ে,
চললো পুতুল শ্বশুর বাড়ি
ফুলের সাজে সাজিয়ে।
পুতুল কাঁদে পড়শি কাঁদে
সবার চোখে জল,
খেলার পুতুল বিয়ে দিয়েও
চোখ করে ছল্ ছল্।